মমিনুল ইসলাম রিপন: পুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহারকরে স্ব স্ব স্থানে ফিরে এসে পুনরায় কার্যক্রম চালু করায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসিকে ফুলদিয়ে সংবর্ধনা জানানো হয়।
মঙ্গলবার দুপুর ১টায় নগরীর বেতপট্টি মোড়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মোঃ মোন্তাছির বিল্লাহকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল ও ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বহুলুল ইসলাম জেপলীন। এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আরেফুল ইসলাম লাইজু, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম বাবু, রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আতিকুল রহমান হিরু, বিশিষ্ট সামজসেব আজাদ সহ বাজুস রংপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
২০ নং ওয়ার্ডের পক্ষথেকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ সদস্যদের সংবর্ধনা

রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহারকরে স্ব স্ব স্থানে ফিরে এসে পুনরায় কার্যক্রম চালু করায় রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের পক্ষ থেকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ সদস্যদের সংবর্ধনা জানানো হয়।
মঙ্গলবার দুপুর ১২ টায় নগরীর মুলাটোলস্থ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার সকল পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বহুলুল ইসলাম জেপলীন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটনকোতয়ালী থানার ওসি তদন্ত শাহ আলোম সরদার, এসআই সোহেল, বিশিষ্ট সামজসেব আজাদসহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।