স্টাফ রিপোর্টার : রংপুর ২ (বদরগঞ্জ -তারাগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আবুল কালাম মো আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক করে আবারও এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন এমপি পত্নী সুরভী চৌধুরী।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে তারাগঞ্জ উপজেলার হাড়িয়াকুঠি ইউনিয়নে এ গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।
এসময় এমপি পত্নী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ ডিসেম্বর তারাগঞ্জে এসে নৌকার জন্য আপনাদের কাছে ভোট চেয়েছেন।এই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই। এবারও বিপুল ভোটে নৌকার বিজয়ের মধ্য দিয়ে এই আসনটি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই আমরা।
পরে উপজেলার বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন তিনি।