আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

শনিবার, ৭ জুন ২০২৫, দুপুর ০৩:০৮

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন। 

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ঈদ জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ প্রায় ৪০ হাজার মুসল্লি অংশ নেন। 

এদিকে পুলিশ লাইন্স মাঠে সকাল সাড়ে ৭টায়, সদর হাসপাতাল মসজিদে পৌনে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে ৯টায় এবং নগরীর বাহিরে সকাল ৯টায় রংপুর সদর, মিঠাপুকুর উপজেলা পরিষদ ঈদগাহ, পীরগাছা কারবালা মাঠ, তারাগঞ্জ চৌপথী ঈদগাহ, গঙ্গাচড়ার পাইকান জামে মসজিদ, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন


Link copied