আর্কাইভ  বুধবার ● ২৭ আগস্ট ২০২৫ ● ১২ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

২০২৬ সালের এসএসসির সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সালের এসএসসির সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইব্যুনালে অশ্রুসিক্ত বাবা

আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইব্যুনালে অশ্রুসিক্ত বাবা

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত

রংপুরে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার ঘটনায় স্বামী স্ত্রী’র ১৪ বছরের কারাদন্ড 

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, বিকাল ০৬:৫৯

Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুরে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার ঘটনায় স্বামী স্ত্রী’র ১৪ বছরের সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে আদালত। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এই রায় প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, হারাগাছ থানার চন্দনকুঠি এলাকার বুলবুল ইসলামের স্ত্রী রওজা বেগম (২৩) ও একই এলাকার মৃত মাহমুদুর রহমানের ছেলে বুলবুল ইসলাম (২৮)। রায় প্রদানের সময় উভয়ে উপস্থিত ছিলেন। 
বিষয়টি নিশ্চিত করেন মহানগর দায়রা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহীনুর আলম। 
আদালত সুত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত রওজা বেগম ও বুলবুল ইসলামের বিরুদ্ধে ২৪০ মোটা নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২০২১ সালের ২ জানুয়ারী ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ)/২৫-এ(বি) ৪৮২/৪৮৩/৪১৭/৪২০ ধারায় হারাগাছ থানায় মামলা দায়ের হয়। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। 
পাবলিক প্রসিকিউটর আব্দুল হাদী বেলাল বলেন, দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমানিত করতে পেরেছি। বিচারক তাদের ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

মন্তব্য করুন


Link copied