মমিনুল ইসলাম রিপন: বিশেষ অভিযানে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ ইমতিয়াজকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার আসিফ মিঠাপুকুরের ফুলচৌকি গ্রামের মাহবুবুল হকের ছেলে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।
তিনি আরো জানান, নিষিদ্ধ ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ ইমতিয়াজকে সোমবার রাতে নগরীর ডিসির মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসিফ ইমতিয়াজ রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রয়েছে। ৫ আগস্ট পরবর্তিতে তিনি আত্মগোপনে ছিলেন। প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় ।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে মহানগর এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক আসামীদের গ্রেফতারে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিট নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।