নিউজ ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ বইমেলাতেও পাওয়া যাচ্ছে তরুণ সাংবাদিক ও লেখক তৌহিদুল ইসলামের রম্য রচনার বই ‘বিয়ে বাড়িতে ইয়ে’। বইটির প্রচ্ছদ করেছেন কুমার অপু বিশ্বাস। প্রকাশ করেছে স্বপ্ন’৭১ প্রকাশন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বইমেলার আয়োজন করেছে। মেলা শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা চলে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইমেলায় আইডিয়া প্রকাশনের স্টলে ‘বিয়ে বাড়িতে ইয়ে’ বইটি পাওয়া যাচ্ছে। বইয়ের লিখিত মূল্য ২০০ টাকা, ২০% ছাড়ের পর বিক্রি মূল্য ১৬০ টাকা।
দেশের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সামাজিক ও পারিবারিক নানা পরিস্থিতি বইটি লেখার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। বইটিতে কয়েকটি রম্য গল্প, রম্য প্রবন্ধ–নিবন্ধসহ বিভিন্ন ধাঁচের ২৭টি লেখা আছে।
শর্ত প্রযোজ্যে রম্যলেখক তৌহিদুল ইসলাম বলেন, ‘বইটি পড়ে যদি কারও হাসি না পায়, আনন্দ না লাগে, তবে কিস্তিতে টাকা ফেরত দেওয়া হবে।’
পত্রিকায় রম্য রচনা লিখে পাঠকের বেশ ভালো সাড়া পেয়ে বই করার সিদ্ধান্ত নিয়েছেন তৌহিদুল ইসলাম। এটি তাঁর প্রথম বই। লেখকের ভাষ্য, কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ বইটি পড়ে আনন্দ পাবেন।
এদিকে ঢাকার অমর একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মুক্তমঞ্চের পাশে ৭৫৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ঢাকায় ২৫% ছাড়ের পর বইটির বিক্রি মূল্য ১৫০ টাকা। অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকমে অর্ডার করেও বইটি সংগ্রহ করা যাচ্ছে।
স্বপ্ন’ ৭১ প্রকাশনের প্রকাশক আবু সাঈদ বলেন, তথ্যপ্রযুক্তির এই সময় মানুষ ভীষণ ব্যস্ত ও অস্থির। একটু স্বস্তি ও চিত্ত-বিনোদনের জন্য অনেকেই রম্য রচনা পড়েন। তাঁদের জন্য 'বিয়ে বাড়িতে ইয়ে' বইটি আনন্দ ও হাসির খোরাক হতে পারে।