আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:১৭

Advertisement Advertisement

ডেস্ক: রংপুরে আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় পৃথক দুটি নির্বাচনীয় সভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমনকে ঘিরে জেলাসহ উপজেলা দুটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সাজ সাজ রব বিরাজ করছে। সকাল থেকেই মিছিলযোগে নেতাকর্মীসহ সাধারণ মানুষ তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হচ্ছেন। রিকশা-ভ্যান কিংবা পায়ে হেঁটে দলে দলে নির্বাচনী সভায় যোগ দিচ্ছেন তারা।

প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান যোগে ঢাকা থেকে সৈয়দপুর আসবেন। এরপর সড়কপথে তারাগঞ্জে সকাল ১১টায় তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। পরে তিনি আবারও সড়কপথে পীরগঞ্জের ফতেহপুরে জয় সদনের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ফতেহপুরে তার স্বামী প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং শশুরবাড়ির লোকজনদের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন। এরপর প্রধাানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরীর পীরগঞ্জ হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আবারো সড়কপথে সৈয়দপুর বিমানবন্দর হয়ে এবং বাংলাদেশ বিমানযোগে ঢাকা ফিরবেন।

রংপুর-২ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনে আমি এবং আমার তারাগঞ্জ-বদরগঞ্জ এলাকার মানুষ গর্বিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এসেছিলেন প্রধানমন্ত্রী, এবারেও আসছেন। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছেন তারাগঞ্জের মানুষ।’

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। 

মন্তব্য করুন


Link copied