মহানগর প্রতিনিধি: রংপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২ মার্চ) রংপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক সময়ের আলোর ব্যুরো প্রধান সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে মহামারী করোনায় প্রাণ হারানো দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহমুদুল হাকিম অপু ও চীফ রিপোর্টার, নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর প্রেসক্লাবের সভাপতি মনাব্বর হোসেন মনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক মেরিনা লাভলী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবু তালেব, সিনিয়র সাংবাদিক নজরুল মৃধা, জয়নাল আবেদীন, শরিফুজ্জামান বুলু, আব্দুর রউফ সরকার, আবেদুল হাফিজ, জাভেদ ইকবাল, একেএম মইনুল হক, আব্দুর রহমান মিন্টু, এসএম পিয়াল, মোশাররফ হোসেন রাজু, মোস্তফা মোর্শেদ বাবু, টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, সাংবাদিক শহিদুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ।
আলোচনা সভায় দৈনিক সময়ের আলো অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে সময়ের আলোর সফলতা কামনা করেন সকলে। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।