আর্কাইভ  বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

রংপুরের জজ আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

রবিবার, ৬ এপ্রিল ২০২৫, দুপুর ০৪:৪৫

Advertisement

মমিনুল ইসলাম রিপন: পাঁচ দিনের সফরে এসে রংপুরের জজ আদালতসহ বিভিন্ন আদালত পরিদর্শন করেছেন দেশের প্রধান বিচারপতি ড, সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তিনি বিচারকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় প্রধান বিচারপতি জেলা জজ আদালত চত্বরে পৌছালে রংপুরের সিনিয়র জেলা জজসহ বিভিন্ন আদালতের বিচারক বৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে প্রধান বিচারপতি জেলা আদালতের সামনে একটি হাড়ি ভাঙ্গা আমের চারা রোপন করেন। এরপর তিনি জেলা জজ আদালতের বিভিন্ন বিচারকের এজলাসসহ রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত এবং মেট্রোপলিটান ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত পরিদর্শন করেন। সেখানেও একটি গাছের চারা রোপন করেন।
আদালত পরিদর্শনের সময় প্রধান বিচারপতি রংপুর মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। প্রধান বিচারপতি ১০ তলা জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও রংপুরের আদালত চত্বরে বিরাট পুকুর দেখে তা ভালো ভাবে সংরক্ষন করার নির্দেশ প্রদান করেন তিনি। 
এ সময় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির, মহানগর দায়রা জজ মশিয়ার রহমান খান, তারিখ হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আর কিউ এম জুলকার নাইন, চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সহ নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক বৃন্দ সকল জুডিশিয়াল ও মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সহ ল্যান্ড সার্ভে বিচারক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে বিকেলে পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেন প্রধান বিচারপতি ড, সৈয়দ রেফাত আহমেদের।
উল্লেখ্য এর আগে ৪ এপ্রিল ৫ দিনের সফরে রংপুরে আসেন প্রধান বিচারপতি। তিনি আগামী ৮ এপ্রিল রংপুর ত্যাগ করবেন বলে সরকারি সুচী অনুযায়ী জানা গেছে।

মন্তব্য করুন


Link copied