আর্কাইভ  সোমবার ● ২০ অক্টোবর ২০২৫ ● ৫ কার্তিক ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
লালমনিরহাটের নয়টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগ

লালমনিরহাটের নয়টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগ

রংপুরের পীরগঞ্জে টাকা না দেওয়ায় দাদিকে জবাই করে হত্যার ঘটনায় নাতি গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে টাকা না দেওয়ায় দাদিকে জবাই করে হত্যার ঘটনায় নাতি গ্রেফতার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ ঘোষণা

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ ঘোষণা

রংপুরে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা  প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

রেমিট্যান্সযোদ্ধাদের পাসপোর্ট ফি কমছে, এক সপ্তাহের মধ্যে খুলছে ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ২০ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:১৩

Advertisement

নিউজ ডেস্ক: রেমিট্যান্সযোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমানো হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেটগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা সরাসরি পাসপোর্ট ব্যবহার করে ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।

আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজ আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং রেমিট্যান্সযোদ্ধাদের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা শুধু সবসময় রেমিট্যান্সযোদ্ধা বলি, কিন্তু তাঁরা যে সম্মান পাওয়ার কথা, অনেক ক্ষেত্রে তা পান না। এজন্য আপাতত তাঁদের পাসপোর্টের ফি কমিয়ে সাধারণের সমান করা হবে। পাসপোর্ট ফি এখন থেকে সবার জন্য একই থাকবে।’

ফি কমানোর পরিমাণ সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘দেশের বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে কতটুকু কমানো যায়। এ ছাড়া, তাঁরা বিমানে ভ্রমণ করেন। বিমানে এবং বিমানবন্দরের ভেতরে-বাইরে যাতে তাঁরা ভালো সেবা পান, সেই চেষ্টাও করা হবে।

বিমানবন্দরের ই-গেট চালুর বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রবাসীকে ই-পাসপোর্ট দেওয়া হবে। ই-গেটগুলো স্থাপন করা হয়ে গেছে, হয়তো দুই-চার দিনের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হবে। আশা করা যায়, মোটামুটি এক সপ্তাহের মধ্যেই ই-গেট খুলে দেওয়া হবে।’

নির্বাচনের প্রস্তুতি রয়েছে

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ প্রস্তুতি রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি, পুলিশের প্রশিক্ষণ এবং এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই যেন প্রস্তুতি শেষ করতে পারি, সে লক্ষ্যে কাজ করছি। আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে কোনো অসুবিধা হবে না।’

পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বডি ক্যামেরা বাজারে গিয়ে কিনে আনার মতো বিষয় নয়। এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ৪০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখা হয়েছে। এরপর দর নির্ধারণ করে কেনা হবে।’

নির্বাচনের আগে পুলিশের প্রশিক্ষণের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পুলিশের মহাপরিদর্শক সম্প্রতি তাঁদের সক্ষমতার কথা বলেছেন, তাঁরা পারবেন। এবারই প্রথম নির্বাচনের আগে পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কারণ, এ বছর নির্বাচন নিয়ে সংশয় আছে দেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া, যারা গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করেছে, তাদের এবারের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।’

সম্প্রতি আইজিপির ‘সঠিক সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে’—এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আইজিপি যদি বলেন, আমি তা সমর্থন করব। বাংলাদেশে ঝুঁকির কোনো অভাব নেই। বহু ধরনের ঝুঁকি থাকতে পারে।’

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে উপদেষ্টা জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য করুন


Link copied