বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদের দাবিতে চলমান আন্দোলনের আড়ালে কয়েকজন সমন্বয়কের বিশ্ববিদ্যালয়ে চাকুরি নিয়ে দরকষাকষির বিষয়টি উঠে আসে।
সূত্র জানায়, ইউজিসি দৃশ্যমান পদক্ষেপের পর আন্দোলনকারীদের একাংশ অনশন প্রত্যাহর করে নিলেও এখনও অনশনে আছেন সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, নতুন করে গতকাল অনশনে বসেছেন সাবেক ছাত্রলীগ কর্মী খোকন। এদিকে অনশনে না থেকে ও আনশনকারীর এ অংশের নেতৃত্ব দিচ্ছেন আরেক ছাত্রলীগ কর্মী রহমত আলী।
সূত্র জানায়, এ সকল সাবেক ছাত্রলীগ কর্মীরা অনশনের আড়ালে প্রশাসনকে চাপে ফেলে কয়েকজন সমন্বয়ককে চাকুরি দিতে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। আনশন না করেও অনশনের নেতৃত্ব থাকা রহমত আলী বিশ্ববিদ্যালয়ের জার্মান ভিত্তিক একটি প্রকল্পে চাকুরি করেন এছাড়াও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নিয়োগে রহমত আলী পরীক্ষা নিয়ন্ত্রকের পিএ পদে আবেদন করেন বলে জানা গেছে। আন্দোলন ব্যবহার করে চাকুরি নিশ্চিত করতে চায় বলে আন্দোলনে থাকা আরেকটি পক্ষ দাবি করেন। আন্দোলনের সাথে থাকা ছাত্রলীগের আরেক নেতা মাহমুদুল হাসান আবিরও কর্মকর্তা পদে আবেদন করেছেন। এ নেতাকে অনশন না করেও অনশনের স্থানে ঘুরাঘুরি করতে দেখা গেছে।
আন্দোলনের সাথে সংশ্লিষ্ট আরো অনেকেই কর্মকর্তার হতে বিভিন্ন পদে আবেদন করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাবেক ছাত্রলীগ কর্মী ও সমন্বয়ক রহমত আলী বলেন,আমি আমার সহযোদ্ধাদের সংহতি জানানোর জন্য এসেছি। কতজন তা কত কি বলবে, তাতে কি।