আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

শাপলা না দিলে বাতিল করতে হবে ধানের শীষ:নাসীরুদ্দীন পাটওয়ারী

বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, রাত ০৯:৩১

Advertisement

নিউজ ডেস্ক:  শাপলা প্রতীক ছাড়া কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে নিবন্ধন নেবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।  

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'দুই ঘণ্টা আমরা উনাদের (সিইসি ও সচিব) প্রশ্ন করেছিলাম, শাপলা প্রতীক যদি না দিতে চান, সেটাতে আপনাদের ব্যাখ্যা কী? দুই ঘণ্টা উনারা নিশ্চুপ ছিলেন। কোনো ব্যাখ্যা দিতে পারেননি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা আছে- একটি হলো ধানের শীষ, তারা, সোনালী আঁশ বাতিল করা, আরেকটি হলো শাপলা দেওয়া। আমরা চাই, কোনো প্রতীকই বাতিল না হোক। তাই আমরা শাপলা পেতে আইনি বা রাজনৈতিক কোনো বাধা দেখি না। এজন্য আমরা আশাবাদী, শাপলা পাব। সে বিষয়ে আমরা জানিয়ে এসেছি, কিন্তু উনারা নিশ্চুপ ছিলেন।'

পাটওয়ারী আরও বলেন, 'শাপলার বিষয়ে আমরা অনড় আছি, অনড় থাকব। কারণ এটি আমাদের অধিকার। আইনি কোনো প্রতিবন্ধকতা নেই, রাজনৈতিক কোনো বাধা নেই, তাহলে সমস্যা কোথায়?'

এসময় তিনি আরও বলেন, 'যদি নির্বাচন কমিশন কোথাও থেকে চাপ অনুভব করে বা কেউ ইসিকে চাপ দিয়ে থাকে, তাহলে সেটা আমাদের জানানো উচিত। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অথবা এ বিষয়ে যদি চ্যালেঞ্জ বা অবস্টেকল সৃষ্টি করে থাকে, এটা নির্বাচন কমিশন কিছুটা দায়ী থাকবে।’ 

শেষে তিনি বলেন, 'আমরা গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের নিবন্ধন শাপলার মাধ্যমেই হবে- অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।'

মন্তব্য করুন


Link copied