আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

শেখ হাসিনার সঙ্গে বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ মমতা

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, রাত ১১:২২

Advertisement Advertisement

ডেস্ক: ভারতে সফরে থাকা অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ার ক্ষমতাসীন বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় একটি রাজনৈতিক সভায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকও হয়েছে। কিন্তু প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন ডাকা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।

তিনি বলেন, ‘‘পররাষ্ট্রনীতি নিয়ে কিছু বলতে চাই না। শেখ হাসিনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক খুব ভাল। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এলেন কিন্তু বাংলা বাদ।’’

শেখ হাসিনার সঙ্গে তার পুজো বা ঈদের উৎসবে উপহার দেওয়ার সম্পর্কে তা উল্লেখ করে মমতা বলেন, ‘‘এত রাগটা কিসের? এত গুস্‌সা কিঁউ? বড়া বড়া বাবু লোগো কো ইতনা গুস্‌সা কিউ হ্যায়!’’

এর পরে অতীতের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে মমতা অভিযোগ করেন, ‘শিকাগো থেকে আমন্ত্রণ পেলেও তাঁকে আটকে দেয় কেন্দ্র। চীনে যেতে দেয়নি’। এ নিয়ে তাঁর যে কোনও আক্ষেপ নেই তা বুঝিয়ে মমতা বলেন, ‘‘বাংলায় ঘুরলেই সারা বিশ্বে ঘোরা হয়ে যাবে।’’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এ প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসেছেন এবং আমার সঙ্গে দেখা করার ইচ্ছা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্যে আসেননি। আমি জানি না কেন তারা (বিজেপি) আমার ওপর এত ক্ষুব্ধ।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ৫ সেপ্টেম্বর প্রতিবেশী দেশটি সফরে যান প্রধানমন্ত্রী। ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক হয়। প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সুত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দ বাজার।

মন্তব্য করুন


Link copied