আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

শ্রীলঙ্কাকে উড়িয়ে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের

বুধবার, ১৬ জুলাই ২০২৫, রাত ১০:৫০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। শ্রীলঙ্কায় এটি বাংলাদেশের প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জয়, যা স্মরণীয় করে রাখল লিটন দাসের নেতৃত্বে গড়া এই দলটি।

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ছিল ওয়ানডে সিরিজের মতো পরিণতির আশঙ্কা। তবে সেটা হতে দেননি শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, ও তাওহীদ হৃদয়েরা।

বুধবার (১৬ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই আঘাত হানেন শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন মাত্র ৬ রানে। এরপর শেখ মেহেদীর ঘূর্ণিতে কুপোকাত হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। নিজের প্রথম ওভারে কুশল পেরেরাকে শূন্য রানে স্লিপে ক্যাচ বানান, এরপর চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কাকে ফেরান এবং শেষ ওভারে তুলে নেন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট ৪৬ রান করা পাথুম নিশাঙ্কার।

মেহেদী ম্যাচ শেষ করেন ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে। শরিফুল, মুস্তাফিজ এবং শামীম পাটোয়ারি একটি করে উইকেট নেন। শেষ দিকে দাসুন শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ এবং শরিফুলের করা শেষ ওভারে ২২ রান তোলায় শ্রীলঙ্কার ইনিংস থামে ১৩২ রানে।

 

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন পারভেজ ইমন। তবে এরপরই লিটন দাস ও তানজিদ হাসান তামিম গড়েন ৭৪ রানের দারুণ জুটি। লিটন ৩২ রান করে আউট হলেও, তামিম তুলে নেন ম্যাচজয়ী হাফসেঞ্চুরি। তিনি ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।

তার সঙ্গে তাওহীদ হৃদয়ের ২৫ বলে ২৭ রানের ইনিংস এবং অপরাজিত জুটিতে বাংলাদেশ ২২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

এই জয়ের মাধ্যমে শুধু শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদই পেল না বাংলাদেশ, বরং পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই জয় তুলে নিলেন লিটন দাস। ম্যাচসেরা পারফরম্যান্সে শেখ মেহেদী হাসানকে দেখা যায় ম্যাচের নায়ক হিসেবে।

মন্তব্য করুন


Link copied