নিজস্ব প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অসুস্থ দৈনিক সময়ের আলোর রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক সাইফুল ইসলামের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ বিকেলে ফোন করে তার চিকিৎসা ও শারীরিক উন্নতির খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেছেন।
গত ২১ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে রংপুর মহানগরীর কাচারী বাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। কয়েক দফা অস্ত্রপচারের পর চিকিৎসাধীন আছেন সাংবাদিক সাইফুল ইসলাম।
আগামীকাম বুধবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.মো. আশফাকুর রহমান (রোমেল) এর তত্বাবধানে তার আরেকটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।