আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫
দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

হাসিনার সাড়ে ১৫ বছরে ঋণ কেলেঙ্কারি-পাচার
নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ- জিএম কাদের

সোমবার, ২২ জানুয়ারী ২০২৪, বিকাল ০৭:০৭

Advertisement Advertisement

মমিনুল  ইসলাম রিপন: দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই মন্তব্যকে ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তবে এখনও আনুষ্ঠানিক চিঠি না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
 
গতকাল সোমবার দুপুর ৩ টায় রংপুর মহানগরীর পৈত্রিক নিবাস স্কাইভিউতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, ‘গত সংসদেও আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি।আমরা জনগণের পক্ষে কথা বলেছি।সরকারের সমালোচনা করেছি, যেখানে দরকার। সরকারের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন প্রকার অনিয়ম, দলীয়করণ, ইত্যাদি কথা আমরা সংসদে বিভিন্ন সময় তুলে ধরেছি। যেসব আইন এসেছে, তাতেও ভূমিকা রেখেছি।সরকারের সমালোচনা যেভাবে করা দরকার, সেভাবে করেছি। যেখানে পরিবর্তন দরকার সেগুলো তুলে ধরেছি এই ভূমিকা। আগামীতেও রাখবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

জিএম কাদের বলেন, নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হব। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চিঠি বা ঘোষণা পাইনি। জাতীয় পার্টি সংসদে এবং বাইরে সবসময় সরকারের ভুলের বিষয়ে কথা বলা অব্যাহত রাখবে, জনগনের কথা বলবে।

এসময় তিনি বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ দ্রব্যমূলের উর্ধগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কতুটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক,  যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউর রহমান শাফি, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় যুব সংহতি রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

পরে তিনি স্টেশন এলাকায় বিহারী ক্যাম্প পরিদর্শন ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিয়ম করেন।  

মন্তব্য করুন


Link copied