আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

সিডিউল দাখিল নিয়ে রংপুর নির্বাচন অফিসে ঠিকাদারদের মাঝে উত্তেজনা

শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, রাত ০৮:২৪

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।|  রংপুর নির্বাচন অফিসে জনবল নিয়োগের টেন্ডার দাখিলে অনিয়মের অভিযোগ উঠেছে। রাতেই টেন্ডার দাখিল করে রাক্স সিলগালা করে রাখার অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে। এনিয়ে বঞ্চিত ঠিকাদারদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। তারা এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগ ও নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, রংপুর, নির্বাচন কমিশন অফিসে জনবল নিয়োগের টেন্ডার আহবান করা হয়। বেশ কয়েকজন ঠিকাদার টেন্ডারে অংশ গ্রহণের জন্য সিডিউল ক্রয় করেন। বৃহস্পতিবার সকাল ৯ টা হতে ১১ টা পর্যন্ত ড্রপিংয়ের সময় নির্ধারণ ছিল। ঠিকাদাররা সিডিউল ড্রপিং করতে এসে দেখেন সকাল ৯ টার আগেই সিডিউল ড্রপিং করে বাক্সটি একটি ঘরে সিলগালা করে রাখা হয়েছে।


ঠিকাদার মঞ্জুর ইসলামসহ একাধিক ঠিকাদার অভিযোগ করে বলেন, ঠিকাদাররাসিডিউল ড্রপিং করতে চাইলে নির্বাচন কর্মকর্তারা রাতেই ড্রপিং করে সিলগালা করে দেয় বাক্সটি। ফলে ঠিকাদাররা সিডিউল ড্রপিং করতে পারেননি। এনিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচন অফিসে উত্তেজনা দেখা দেয় ৷
রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিম বলেন, সিডিউল ফেলানোর


বাক্সটি ছোট ছিল। ঠিকাদারদের সিডিউল দাখিল করতে বললে তারা বাক্সে পড়া সিডিউল বাতিলের দাবি করেন। এনিয়ে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। তিনি বলেন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই সিডিউলের বিষয়ে সিদ্ধান্ত

মন্তব্য করুন


Link copied