স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ট্রেনের খালি ইঞ্জিন আসতে দেখে ইঞ্জিন সহ মোবাইলে সেলফি তোলার চেস্টা করার সময় প্রাণ হারিয়েছে মামুন ইসলাম (১৮) নামের এক তরুন। বৃহস্পতিবার(৭ মার্চ) বিকালে ঘটনাটি ঘটে নীলফামারী কলেজ রেলস্টেশনের অদুরে সরকারপাড়া নামক স্থানে। মামুন নীলফামারী পৌর এলাকার মাছুয়াপাড়া মহল্লার মৃত আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদশীরা জানায়, মামুন রেললাইনের উপর দিয়ে হাটছিল। চিলাহাটি থেকে পার্বতীপুরগামী ট্রেনের একটি খালি ইঞ্জিন ওই সময় যাচ্ছিল। মামুন রেললাইন থেকে সরে গিয়ে মোবাইলে ইঞ্জিন সহ সেলফি তোলার চেস্টার সময় ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। পরিবারে পক্ষে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়।