স্টাফরিপোর্টার,নীলফামারী॥ গরু ছাগলকে ঘাস খাওয়াতে গিয়েছিল ৫ বছর বয়সের দিপু চন্দ্র রায়ের আর ঘরে ফেরা হলো না। বৃহস্পতিবার(৩১ আগষ্ট) বিকালে দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জিয়ার বাজার এলাকায় ইজিবাইক উল্টে এই শিশুটির ওপর পরে। এতে নিহত হয় শিশুটি। নিহত দিপু জিয়ার বাজার সংলগ্ন ডাক্তারপাড়া এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় ইজিবাইক চালককে স্থানীয়রা আটক করলেও পরে কৌশলে সেখান থেকে তিনি পালিয়ে যান।
নিহত দিপুর বাবা মানিক চন্দ্র জানান, বাড়ি সংলগ্ন সড়কের পাশে পতিত এক জমিতে গরু-ছাগল বাধা ছিল। দিপু আমার সঙ্গে সেই গরু-ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল। বাড়ি ফেরার পথে দিপু দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রতিগতির একটি ইজিবাইক ব্রেক কষলে সেটি উল্টে দিপুর ওপর পড়ে। এতে তার নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তরণ হয়। স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীা করে দিপুকে মৃত ঘোষণা করে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
সৈয়দুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।