স্টাফ রির্পোটার,নীলফামারী॥ শরীফা বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২৪ জানুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়া বাবার বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শরীফা একই এলাকার মৃত সৈয়দ আলীর মেয়ে ও রংপুরের তারাগঞ্জের উপজেলার মধুরামপুর এলালার মো. অহিদুজ্জামানের স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানান, অহিদুজ্জামানের দ্বিতীয় স্ত্রী শরীফা বেগম। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন শরীফাকে মেনে না নেওয়ায় তিনি বাবার বাড়িতেই থাকতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার(২৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার গলায় দড়ি দিয়ে ফাঁস দেন শরীফা। এ সময় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, মরদেহ উদ্ধার করে জেলার মর্গে ময়নাতদন্ত করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।