স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ সরকারী হাসপাতালে চাকুরী দেয়ার নামে ৩২ জনের কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক দ¤পতিকে আটক করে পুলিশে দিয়েছে প্রতারণার শিকার কয়েক যুবক। আটকরা হলেন মোঃ জাহিদুল ইসলাম (৪৮) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪০)। গতকাল সোমবার(২১ মার্চ) রাতে সৈয়দপুর শহরের রেলওয়ের বাজার থেকে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার(২২ মার্চ) সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, আটক জাহিদুল চাকুরী দেয়ার নামে টাকা নেয়ার কথা স্বীকার করেছে।
অভিযোগে জানা যায়, পঞ্চগড় সদরের পাটোয়ারিপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম ঢাকাস্থ মতিঝিলের "গোল্ডেন সার্ভিস লিমিটেড কো¤পানি"র নির্বাহী পরিচালক পরিচয়ে বিভিন্ন সরকারী হাসপাতালে চাকুরী দেয়ার নামে দিনাজপুর, সৈয়দপুর, জয়পুরহাট ও কুড়িগ্রামের প্রায় ৩২ জনের কাছ থেকে ১৪ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
আটক জাহিদুল ইসলাম বলেন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে লিখিত চুক্তির ভিত্তিতেই আমি জনবল নিয়োগ দিয়েছি। সেই আলোকেই হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সুপারিশকৃত ১৬ জন জনবলসহ আমার নিয়োগকৃত ৭ জন কর্মরত। উপ-পরিচালকের অনুমতিক্রমেই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি সবই জানেন।
তবে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের উপ-পরিচালক ডা: মো: আব্দুল্লাহেল মাফি বলেন, জাহিদুল প্রতারণা করায় তার নিয়োগকৃত দুইজনকে সোমবার বের করে দিয়েছি। তার চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া বিষয়ে আমাদের কোন স¤পৃক্ততা নেই।