স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার রানা। মঙ্গলবার(২১ মে) ভোট শেষে গননার পর বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করেন সংশ্লিষ্টরা।
রিয়াদ আরফান সরকার রানা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে গত ৪ মে বহিষ্কার করা হয়। রানা নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র ও সৈয়দপুর উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান সৈয়দপুর বিএনপির সাধারন সম্পাদক প্রয়াত আমজাদ হোসেন সরকারের একমাত্র ছেলে।
রিয়াদ আরফান সরকার দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৫৪৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনারস প্রতীকে আজমল হোসেন পেয়েছেন ১৭ হাজার ৪৯২ ভোট। চেয়ারম্যান পদে এ দুজন ছাড়াও আরও চারজন প্রার্থী ছিলেন।