আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

সৈয়দপুরে বিমানবন্দরে উড়োজাহাজ বিকল, ফ্লাইট চলাচল বন্ধ

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, দুপুর ০২:৪৬

Advertisement Advertisement

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর বিকল হয়ে পড়ে। এতে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। বিমানের টেকনিশিয়ানরা ক্রটি সরাতে চেষ্টা করছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় নোস হুইলে (সামনের চাকা) ত্রুটি দেখা দেয়। পরে বিমানটি থেমে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান বিমানযাত্রীরা।

বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর বলেন, ‘টেকনিশিয়ানদের চেষ্টায় দ্রুত ক্রটি সারানোর কাজ চলছে। আমি রানওয়েতেই আছি।’

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট ক্রটির কারণে রানওয়েতে আছে। ফলে সকাল থেকে কোনো উড়োজাহাজ ওঠানামা করতে পারছে না। এতে কয়েকটি ফ্লাইটের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

মন্তব্য করুন


Link copied