স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতের জন্য আনা একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার(১৩ জুলাই) বেলা দুইটার দিকে সৈয়দপুর রেলস্টেশনের কাছে ও রেলওয়ে কারখানার ২০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। এতে চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে খুলনা, রাজশাহীগামী,ঢাকা অন্যান্য ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগীতায় বগি সরিয়ে নেয়া হলে দুই ঘন্টা পর বিকাল ৪টার দিকে পুরনায় ওই সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি ঈদের বিশেষ ট্রেন হিসেবে জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলাচল করেছে। ট্রেনে ১৩টি বগি আছে। রুটিন মেরামতের জন্য এসব বগি রেলওয়ে কারখানায় আনা হচ্ছিল। এর মধ্যে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সৈয়দপুর-পার্বতীপুর রুটে সব ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়।