স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে দশ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। আটক দুইজন হলো ফয়সাল (২৮) ও মো. রশিদুল ইসলাম (৩৮)। এদের একজনের বাড়ি কুমিল্লায় এবং অন্যজনের সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দনি নিয়ামতপুর এলাকায়।
শনিবার (১৫ অক্টোবর) সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী এই অভিযান ছিলেন পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ও বিভাগীয় স্টাফবৃন্দ।
অভিযানকালে প্রথমে দণি নিয়ামতপুর নিবাসী মোস্তাকিমের ছেলে মো. রশিদুল ইসলামকে (৩৮) তার বসতবাড়ি থেকে ২৫০ ( দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুরে অবস্থান নেয়া হয়। চাঁদপুর থেকে দিনাজপুর অভিমুখী পদ্মা এক্সকুসিভ যাত্রীবাহী বাস টি এলে সেটি থামিয়ে তল্লাশি চালিয়ে বাসের যাত্রী মো: ফয়সালকে (২৮) কেজি গাঁজা সহ আটক করা হয়। সে কুমিল্লার জোলাই কুরিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক জায়েদ আল জাফরী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে আসামীদের নীলফামারী জেল হাজতে প্রেরন করা হয়।