আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

১০ বছর যে কারণে দাওয়াত পাননি অভিনেত্রী শাহনাজ খুশি

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, বিকাল ০৫:০৮

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  ছো্টপর্দার পরিচিত মুখ অভিনেত্রী শাহনাজ খুশি। পর্দায় তার অনবদ্য অভিনয়ে সবসময়ই মুগ্ধ দর্শকরা। অভিনয়ে পারদর্শী হলেও পাশাপাশি লেখালেখি করে থাকেন তিনি। চারপাশে বিভিন্ন সময় ঘটে যাওয়া বিষয় নিয়েই লেখালেখি করেন। কখনো কখনো আবার হৃদয়ের গভীরতম অনুভূতি ও অতীত জীবনের গল্পও তুলে আনেন লেখনিতে। এবার জীবনের তেমনই কিছু অংশ ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

এ অভিনেত্রী জানিয়েছেন, প্রায় দশ বছর তাকে কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি। কেন করা হয়নি তাও জানিয়েছেন। সোমবার (১৭ মার্চ) রাত ৭টা ২০ মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে অতীত জীবনের এ কথা তুলে ধরেছেন শাহনাজ খুশি।

এ তারকা লিখেছেন, ‘আমার তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়ে, প্রায় ১০ বছর পর্যন্ত আমাকে পার্টিতে ইনভাইট (অনুষ্ঠানে দাওয়াত) করলে ২ সন্তান সঙ্গে করে যাব এ জন্য, বাস্তবিক অর্থে সবার প্রাইভেসির কথা চিন্তা করেই হয়তো বেশির ভাগ বান্ধব ও কলিগ সার্কেল দাওয়াতে আমাকে অ্যাভোয়েড (এড়িয়ে) করে গেছে। পরে তাদের বিস্তর ফটো দেখে জেনেছি তাদের আনন্দের কথা।’

তিনি লিখেছেন, ‘পাঁচ তারকা হোটেল লবির দাওয়াতের প্রশ্নই আসে না। কারণ সেখানে মাথাপিছু চড়া মূল্য। আমি কিন্তু এতে রাগ বা দুঃখিত হইনি, বরং হেসেছি। পরের ১০ বছর সন্তানদের স্কুল, কোচিং ও কলেজের এ পরীক্ষা, সে পরীক্ষার জন্য কেউ ডাকলেও যেতে পারিনি। তখন ওদের বেসিক এডুকেশন গড়ে দেয়ার সময়। ইচ্ছা করলেও কঠিনভাবে সে ইচ্ছে দমন করেছি।’

সময়ের পরিক্রমায় পরিবর্তন এসেছে অভিনেত্রী শাহনাজ খুশির। এই সময় বদলানোর বর্ণনায় তিনি লিখেছেন, ‘এখন সন্তানদের তারুণ্য। কোনো ইনভাইটেশন বা কোনো উৎসবে তাদের সঙ্গে গেলে, ঠাট্টার ছলে সেখানকার ইয়ার দোস্ত বলে বসে, “ওরা বড় হয়েছে আপা, ওদের এখনো পাহারা দিতে হবে নাকি? আরে ছাড়েন তো এবার।” আমিও হাসি, কিন্তু চোখের পেছনের নোনা পানিটা বারবার গিলতে হয়। বুকের ভেতরে একটা কষ্ট হাতুড়ি পেটা করতে থাকে।’

সবশেষ এ অভিনেত্রী জানিয়েছেন, একটি প্রশ্নের উত্তর আজও খুঁজে পান না তিনি। এ ব্যাপারে লিখেছেন, ‘একটা প্রশ্ন আমার দিগন্তজুড়ে কেবল ঘুরপাক খায় এখন- “আমার তাহলে কোন কাল/ কোন সময়? আমি তাহলে কোথায় যাব?” সেদিন আমার তারুণ্যকে ধমকে সরিয়ে দিয়ে, সন্তানের পেছনে পেছনে দৌড়াতে গিয়ে আর পেছন ফেরার সময় যে করতে পারলাম না, সে দোষটা আমি কাকে দেব?’

মন্তব্য করুন


Link copied