আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

১০০টি স্কুলে বসানো হবে সিনথেটিক ক্রিকেট পিচ: আসিফ মাহমুদ

শুক্রবার, ২৭ জুন ২০২৫, দুপুর ০২:৪৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিস্তার এবং সুযোগ নিশ্চিত করতে সারা দেশের ১০০টি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

একটি ভেরিফায়েড ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, 'ক্রিকেটপ্রেমী এই দেশে খেলাটির সার্বিক উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখন বিকেন্দ্রীকরণ। ক্রিকেটকে শহরকেন্দ্রিকতার বাইরে এনে তৃণমূলে ছড়িয়ে দিতে হলে খেলার অবকাঠামো আরও সহজপ্রাপ্য ও বিস্তৃত করতে হবে।'

তিনি আরও লিখেছেন, 'এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র খেলার সুযোগই নয়, বরং গ্রাম ও শহরের মাঝের ব্যবধান কমিয়ে দেওয়া সম্ভব হবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার পথ তৈরি হবে। বিকেন্দ্রীকরণের মধ্য দিয়েই ক্রিকেটের ভবিষ্যৎ শক্ত ভিত গড়ে উঠবে।'

এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের চারটি অঞ্চলে মিনি বিসিবি কার্যালয় স্থাপন করারও ঘোষণা দিয়েছে। বিসিবির সভাপতি এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তির আয়োজনে।

উপদেষ্টা আসিফ মাহমুদ এই উদ্যোগকে কেবল অবকাঠামো উন্নয়ন নয়, বরং একটি কৌশলগত পরিবর্তনের সূচনা বলে অভিহিত করেছেন। তার মতে, মিনি বিসিবির মতো বিকেন্দ্রীকৃত প্রতিষ্ঠানগুলো তৃণমূল ক্রিকেট ব্যবস্থাকে সুসংগঠিত করবে এবং প্রতিভা অন্বেষণের প্রক্রিয়ায় নতুন গতি আনবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সিনথেটিক পিচ ও মিনি বিসিবি কার্যালয়ের মাধ্যমে ভবিষ্যতে পাইপলাইনের ঘাটতি কাটিয়ে একটি স্থিতিশীল ক্রিকেট কাঠামো গড়ে উঠবে, যা বাংলাদেশের জাতীয় দলের শক্ত ভিত হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন


Link copied