আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি

শনিবার, ২৮ জুন ২০২৫, দুপুর ১২:২৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনো মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের। তার অধীনে প্রথম দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ছিলেন না ব্রাজিল তারকা। সাবেক রিয়াল মাদ্রিদ কোচের আগামী বিশ্বকাপ পরিকল্পনায় নেইমার থাকবেন কি না এমন জল্পনাও ছিল। এর মধ্যেই ভক্তদের স্বস্তির খবর দিলেন নতুন কোচ। 

ইতোমধ্যে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। পরের বছর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকবেন নেইমার এমনটাই বিশ্বাস আনচেলত্তির। গতকাল (বৃহস্পতিবার) এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেইমার দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। দ্রুত তিনি জাতীয় দলে ফিরবেন, এমনটাই আশা তার।

আনচেলত্তি বলেছেন, “বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেইমার। ওকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। সেই সময়ও ওর হাতে রয়েছে। ভালো করে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে নেইমারের কথাও হয়েছে। আমরা বিশ্বাস করি নেইমার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।”

এক সময় বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এখন ইউরোপীয় ফুটবল থেকে অনেকটাই দূরে। সম্প্রতি ব্রাজিলের ক্লাব স্যান্টোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন, যেখানে তিনি ২০২৫-এর শেষ পর্যন্ত খেলবেন। ২০২৩-এর অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে খেলেননি তিনি। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পান। সৌদির ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিও ছিন্ন হয়।

সেপ্টেম্বরে চিলি এবং বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে ব্রাজিলের। সব ঠিক থাকলে সেই ম্যাচগুলোতে খেলতে পারেন নেইমার। ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা তিনি।

মন্তব্য করুন


Link copied