আর্কাইভ  শনিবার ● ১ নভেম্বর ২০২৫ ● ১৭ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১ নভেম্বর ২০২৫
ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে

লালমনিরহাটে ধর্ম উপদেষ্টা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে

রংপুরে হিমাগাড়ে ডাকাতদলের হামলা, হাত-পা বেঁধে টাকা-সামগ্রী লুট

রংপুরে হিমাগাড়ে ডাকাতদলের হামলা, হাত-পা বেঁধে টাকা-সামগ্রী লুট

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

সরকারের বিরুদ্ধে সবাই

সরকারের বিরুদ্ধে সবাই

২১ দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে সাংবাদিকদের মানববন্ধন

শনিবার, ১ নভেম্বর ২০২৫, বিকাল ০৫:৩১

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার, সাংবাদিকদের ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল সহ ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝুম বৃষ্টির মধ্যেও জেলা শহরের ডিসি মোড়ে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এবং নীলফামারী প্রেসক্লাবের সহযোগীতায় জেলার ৬ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধব ও সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক রিপন ইসলাম শেখ।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, বর্তমান সাধারণ সম্পাদক নূর আলম, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি মঞ্জরুল আলম সিয়াম, আসাদুজ্জামান টিপু, এটিএন নিউজ প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, মোস্তাফিজার রহমান সবুজ, দৈনিক বাংলা জেলা প্রতিনিধি নাছির উদ্দিন শাহ্ মিলন প্রমুখ। সঞ্চালনা করেন সাংবাদিক আরফিনুল ইসলাম।

বক্তারা বলেন, জেলা পর্যায়ের সাংবাদিকরা রাজনীতি, সমাজ, উন্নয়ন ও খেলাধুলাসহ সব বিষয়েই কাজ করেন, তবু তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয় না। ‘মফস্বল সাংবাদিক’ বলে অবমূল্যায়ন করা হয়। এসব বন্ধ করে সবাইকে রাজধানীর সাংবাদিকদের মত সমমর্যাদা দিতে হবে। সাগর-রুনি হত্যাসহ প্রতিটি সাংবাদিক হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংবাদকর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতনের বিচার, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, নো ওয়েজ বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালা-কানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১ দফা দাবি নির্বাচনের আগে অন্তবর্তীকালিন সরকারকে দ্রুত বাস্তবায়ন করে দিতে হবে।

মানববন্ধনে ৭১ টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, দৈনিক চিত্রের প্রতিনিধি বাসুদেব রায়, খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন। 

মন্তব্য করুন


Link copied