আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই

রংপুরে ডা. এ জেড এম জাহিদ
বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, দুপুর ০৪:৪১

Advertisement

নিউজ ডেস্ক: ৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন ছিল। এ ছাড়া প্রশ্নে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন আসে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়েছে।

পরীক্ষায় বাংলাদেশের জাতীয় দিবস নিয়েও প্রশ্ন করতে দেখা যায়। সেট ২-এর ৭৪ নম্বরে ‘আয়নাঘর কী?’ প্রশ্ন করা হয়। সেট ৩-এর ২৫ নম্বর প্রশ্ন এটি। এই প্রশ্নের উত্তরের অপশনে রয়েছে, ক. ‘স্বচ্ছ কামরা’, খ. ‘পরিবেশবান্ধব কৃষিকাজ’, গ. ‘গোপন কারাগার’ এবং শেষের অপশনে আছে ‘একটি হলিউড মুভি’।

এ প্রশ্নটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুই ধরনের মতামত তৈরি হয়। কেউ বলেন, আয়নাঘর মানে ফ্যাসিস্ট আমলের সেই গোপন কারাগারকেই বুঝানো হয়েছে। আবার আরেক পক্ষ বলেন আয়নাঘর মানে ‘স্বচ্ছ কামরা’ হবে।

অন্য একপ্রশ্নে উঠে এসেছে ঐক্যমত কমিশনের প্রস্তাবনা। সেট ৩-এর ৩৯ নম্বর প্রশ্ন এটি। এতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? উত্তরের অপশনে (ক) দ্বি-স্তর বিশিষ্ট সংসদ (খ) সংসদের আসন বৃদ্ধি (গ) সংরক্ষিত নারী আসন বাতিল (ঘ) পিআর (PR) চালু করা।

শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন আছে এবারের বিসিএসএ। তা হলো, বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? (ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) রংপুর বিশ্ববিদ্যালয় (গ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এটি সেট ৩-এর ৬৭ নম্বর প্রশ্ন।

আজকের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা কেন্দ্রের ১৮৪টি কেন্দ্রে। তিন লাখেরও বেশি প্রার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন।

মন্তব্য করুন


Link copied