আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

দালালের প্রলোভনে ভারতে আটক ৪ তরুণী, পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত

দালালের প্রলোভনে ভারতে আটক ৪ তরুণী, পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত

৫ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, বিকাল ০৬:২২

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদ এর ভিত্তিতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, জেলা কর্মপরিষদের অন্যান্য সদস্য, ছয় উপজেলার আমীর ও সেক্রেটারিসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান শেষে জেলা জামায়াতের আমীর সাংবাদিকদের বলেন, পৃথিবীর গণতান্ত্রিক উন্নত দেশের অর্ধেকের বেশিতেই পিআর পদ্ধতি রয়েছে। চলমান পদ্ধতিতে আমরা ৫৫ বছর দেখেছি। এই পদ্ধতি আমাদের কিছু দিতে পারেনি। দিয়েছে স্বৈরাশাসক আর ফ্যাসিবাদ। তাই বাংলাদেশের গ্রুপিং রাজনীতি, হানাহানি-সহিংসতার রাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ভবিষ্যতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি অপরিহার্য।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সারাদেশে পাঁচ দফা দাবি উত্থাপন করেছি। এতে জুলাই জাতীয় সনদ-এর আলোকে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করতে হবে এবং উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। 

মন্তব্য করুন


Link copied