আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

‘কোনো ফ্যাসিস্টকে মানবো না’, লন্ডন থেকে ইলিয়াস কাঞ্চন

শনিবার, ১০ মে ২০২৫, রাত ০৩:০৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ (৯ মে) শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। ফাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা যারা চান, তাদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র-জনতা ও জাতীয় নাগরিক পার্টির সদস্যরা।

ছাত্র-জনতার দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে অনেক ব্যক্তি ও বিভিন্ন দল সামিল হয়েছে শাহবােগ। সশরীরে েসখােন হাজির হতে না পারলেও লন্ডন থেকে এক ভিডিওবার্তা দিয়ে ছাত্র-জনতার আন্দোলনে সমর্থণ জানিয়েছেন অভিনেতা ও জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

ওই বার্তায় তিনি বলেন, ‘ছাত্রদের চলমান দাবির প্রতি আমি জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনে লন্ডন অবস্থান করায় এই ভিডিও বার্তায় তাদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ২৪-এর চেতনাকে আমরা হৃদয় দিয়ে ধারণ করি। কোন ফ্যাসিস্টকে মানবো না। আমি দেশে ফিরে এলে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো।’

ইলিয়াস কাঞ্চন জানান, তার অনুপস্থিতিতে দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ এবং অন্যান্য নেতৃবৃন্দ আন্দোলনরত ছাত্রদের পাশে আছেন। তিনি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। গত ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা করেন এই অভিনেতা।

ঢাকার সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার মাধ্যমে। ১৯৮৯ সালের জুন মাসে মুক্তি পায় ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর নিরাপদ সড়কের জন্য সচেতনামূলক আন্দোলন শুরু করেন তিনি। পড়ে তোলেন স্বেচ্ছাসেবামূলক সংস্থা ‘নিরাপদ সড়ক চাই’। ২০১৬ সালে তিনি দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পারভীন সুলতানা দিতিকে হারান।

মন্তব্য করুন


Link copied