আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ভালোবাসা দিবস

‘চার বছরের প্রেম, সাত বছরের বিবাহিত জীবন’

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৬:৪৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  ভালোবাসা দিবসে যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটান। এ ক্ষেত্রে পিছিয়ে নেই তারকারা। অভিনয় কিংবা গানে বিশেষ কিছু নিয়ে দর্শকের সমানে হাজির হন তাঁরা। ভালোবাসার গল্প পর্দায় তুলে ধরলেও ব্যক্তিগত জীবনে এই বিষয়টি নিয়ে সবার মত থাকে নানা কথা।

তৌসিফ মাহবুব সমকালকে বলেন, ‘বিয়ের আগের ভালোবাসা দিবস বেশি উৎযাপন করা হত। কারণ, তখন তো এই দিবসটি মিস করা যাবে না। বিয়ের পর প্রতিদিন আমাদের ভালোবাসা দিবস। এই দিবসে আমাদের নানা ধরণের পাগলামি আমার প্রাক্তন প্রেমিকা অর্থাৎ বর্তমানে যে আমার স্ত্রী তার কাছ থেকেই পেয়ে আসছি। সেই গল্প বলে শেষ করা যাবে না।’

ভালোবাসার মাসেই বিয়ে করেছেন তৌসিফ মাহবুব। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করে জান্নাতুল ফেরদৌস জারাকে। গেল ৯ ফেব্রুয়ারি ছিল তাঁদের বিবাহবার্ষিকী।

এদিন তৌসিফ বলেন, ‘৪ বছরের প্রেম, এরপর ৭ বছরের বিবাহিত জীবন। বাকি জীবনে এবং পরকালেও শুধু তোমাকেই চাই প্রিয়। আমার থাকার কারণ, আমার বিশৃঙ্খলার মধ্যে শান্তি, যে শক্তি আমাকে আমার সমগ্র সংগ্রাম জুড়ে বহন করে। আমি তোমাকে এখন এবং চিরকাল ভালোবাসি।’

এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে তৌসিফের কয়েকটি নাটক। এর মধ্যে নির্মাতা ইফফাত জাহান মম নির্মিত ভালোবাসার গল্পের নাটক ‘ব্যথার বাগান’। ভালোবাসা ও বন্ধুত্বের গল্প বলবে নাটকটি। এতে তৌসিফের সঙ্গে অভিনয় করছেন আইশা খান। ‘প্রথম প্রথম প্রেম’ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে ‘মনেরি রঙে রাঙিয়ে’ নাটকে প্রথমবারের মত তৌসিফের সঙ্গে জুটি হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। 

২০১০ সালে মিডিয়াতে এলেও ২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় উঠে আসেন তৌসিফ। বর্তমানে নাটক ও বিজ্ঞাপনে দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন।

মন্তব্য করুন


Link copied