নিউজ ডেস্ক: নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বইছে ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে সরব রয়েছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে মনোনয়ন পেতে বিএনপির ছয় নেতা দৌড়ঝাঁপ করছেন। তারা হলেন, তিনবারের সাবেক এমপি নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাহমুদুস সালেহীন, পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা। আর এ আসনে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল হক আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা আবদুল হক শাহ চৌধুরী। এ ছাড়া অন্যান্য দলের প্রার্থীরা মাঠে নেই বললেই চলে।
নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ১৬ বছরে সব আন্দোলন সংগ্রামের সম্মুখসারির যোদ্ধা ছিলাম। রাজনীতি মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। আগামীতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে মাঠে নেমেছি।’
নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরী বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’