আর্কাইভ  রবিবার ● ১২ অক্টোবর ২০২৫ ● ২৭ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে ২শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে ২শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবমুখর আয়োজন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবমুখর আয়োজন

জিম্মি মুক্তির আগে তেলআবিবে বিশাল সমাবেশে ট্রাম্পের প্রশংসা

জিম্মি মুক্তির আগে তেলআবিবে বিশাল সমাবেশে ট্রাম্পের প্রশংসা

‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, রাত ০৯:৫২

Advertisement

নিউজ ডেস্ক: বিএনপি ক্ষমতায় এলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষা ও গবেষণা নিয়ে বিএনপির আলাদা চিন্তাভাবনা আছে। আমাদের ৩১ দফার ২৫ নম্বরে শিক্ষাব্যবস্থার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। জনগণের ভোটে সরকার গঠন করলে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।

বর্তমান শিক্ষাব্যবস্থার তীব্র সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ছোট বয়সে আমরা শিখতাম—‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’। এখন মনে হচ্ছে জাতির মেরুদণ্ড নেই বা ভেঙে যাচ্ছে। শিক্ষার প্রথম গলদ হলো, আমরা সন্তানদের নিজেদের পছন্দমতো বিষয়ে পড়তে দিই না। দ্বিতীয়ত, শিক্ষাকে ব্যবসায় রূপান্তরিত করা হয়েছে।

তিনি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রসঙ্গেও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “গত ১৭ বছরে প্রায় প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। গোপালগঞ্জে ইউরোপীয় ধাঁচে বিশাল ভবন নির্মাণ করা হয়েছে। এতে কত কোটি টাকা খরচ হয়েছে জানি না, তবে সেখানে চুরি হয়েছে অনেক। শিক্ষা নয়, দুর্নীতির সুযোগ তৈরি করতেই এসব অবকাঠামো করা হয়েছে।”

‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)। তিন দিনব্যাপী আয়োজিত অ্যাস্ট্রোনমি ক্যাম্পের অংশ হিসেবে রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ নারীনেত্রী উমামা ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (IID)-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।

তিন দিনব্যাপী এই ক্যাম্পের উদ্দেশ্য তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং গবেষণামুখী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো।

মন্তব্য করুন


Link copied