নিউজ ডেস্ক: সমাজের ধনাট্য ব্যক্তির সন্তানদের পাশাপাশি মধ্য ও নিম্নবিত্ত পরিবারের স্বপ্নের বাহন এখন মোটরসাইকেল। গতিময় মোটরসাইকেল চালানো কারও কারও স্টাইল ও ফ্যাশনেও পরিণত হয়েছে। আবার এ বাহনটি চালিয়ে অনেকে জীবিকানির্বাহ করছেন, অনেকে পরিবারের হাল ধরেছেন, আবার অনেকে নিজেদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।...