ডেস্ক: প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে কত সম্পর্ক, কত বন্ধুত্ব যে হারিয়ে যায়—তার হিসাব মেলানো কঠিন। অথচ খারাপ সময় হোক বা ভালো, জীবনের প্রতিটি বাঁকে বন্ধুরাই সবচেয়ে বেশি ভরসা হয়ে ওঠে। তাই প্রেম যেমন মূল্যবান, তেমনই বন্ধুত্বের সম্পর্কটাকেও আগলে রাখা জরুরি। সময়মতো যত্ন না নিলে এই বন্ধনও ভেঙে যে...