আর্কাইভ  শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ● ২০ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৪ জুলাই ২০২৫

জরায়ু ছাড়াই জন্ম, তবুও মা হতে চলেছেন তরুণী

শুক্রবার, ৪ জুলাই ২০২৫, দুপুর ০২:৩৯

Ad

নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বাসিন্দা জর্জিয়া ব্যারিংটন পেশায় একজন ধাত্রী বা মিড ওয়াইফ। পেশার কারণে প্রতিদিনই একাধিক নারীকে সন্তানের জন্ম দিতে দেখেন ২৮ বছরের এ তরুণী। তাদের সাহায্য করেন প্রসবের সময়। অথচ নিজেই মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত। কারণ ১৫ বছর বয়সে জর্জিয়া বেরিংটন জানতে পারেন তিনি ‘মায়ার-রোকিটানস্কি-কুস্টার-হাউসার সিনড্রোম’ নামে এক রোগের শিকার হয়েছেন। সে কারণে তিনি জরায়ু ছাড়াই জন্মেছেন। 

কিশোরী বয়সেই তিনি জানতে পারেন, কখনো সন্তান ধারণ করতে পারবেন না। তরুণীর সেই অধরা স্বপ্ন এবার পূর্ণ হতে চলেছে। সন্তান ধারণে অক্ষম হলেও তাকে মাতৃত্ব উপহার দিতে চলেছেন তারই অভিন্ন হৃদয় বন্ধু। তার আজীবনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ দিতে যাচ্ছে তারই শৈশবের বন্ধু। 

২৯ বছর বয়সি তরুণী ডেইজি হোপ অনেক বছর আগে একবার মজা করেই জর্জিয়া ব্যারিংটনের জন্য সন্তান ধারণের প্রস্তাব দিয়েছিলেন। তার মেয়ে এমিলিয়ার জন্মের পর ডেইজি সেই প্রস্তাব আবার দেন জর্জিয়াকে। প্রস্তাবে সানন্দে রাজি হন জর্জিয়া।

জর্জিয়ার সঙ্গী ৩১ বছর বয়সি লয়েড উইলিয়ামসের শুক্রাণু ও জর্জিয়ার ডিম্বাণু ব্যবহার করে চিকিৎসকরা আইভিএফের মাধ্যমে ভ্রূণ তৈরি করেন। সেই ভ্রূণ শরীরে স্থাপন করার পর ২০২৪ সালের দিকে ডেইজি অন্তঃসত্ত্বা হন। প্রথমবার ৯ সপ্তাহের মধ্যে তার গর্ভপাত হয়ে যায়। দ্বিতীয়বার ২০২৫ সালের গোড়ার দিকে ডেইজির গর্ভে দ্বিতীয় ভ্রূণ স্থানান্তর সফল হয়। ডেইজি এখন ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

জর্জিয়া জানিয়েছেন, তিনি যে হাসপাতালে কর্মরত, সেখানে ডেইজিকে প্রসবের বন্দোবস্ত করা হয়েছে। আর বন্ধুকে প্রসবে সহায়তা করার জন্য জর্জিয়া উপস্থিত থাকছেন।

মন্তব্য করুন


Link copied