নিউজ ডেস্ক: সন্তান দত্তক নিতে ইচ্ছে প্রকাশ করলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। নিজেই এই তথ্য জানালেন তিনি।
বর্তমানে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচার নিয়ে কলকাতায় ব্যস্ত তিনি। সেখানে সিনেমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়া জানান, বাস্তবে তিনিও মা হতে চান। তবে সন্তানধারণ করে নয় বরং দত্তক নিয়ে।
জয়া বলেন, আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। ইচ্ছে ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনও শিশুকে দত্তক নেব।
জয়া ও তার বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
জয়া আহসানের কথায়, আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।
দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শএ দিয়েছেন জয়া আহসান। এ বিষয়ে তিনি বলেন, যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলো একটি পরিবার পেয়ে যাবে।
ইতোমধ্যেই ‘ডিয়ার মা’ সিনেমার ঝলক প্রকাশ্যে এসেছে। এতে জয়ার সঙ্গে তার দত্তকসন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে। অভিনেত্রী জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান। তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে।
উল্লেখ্য, ‘ডিয়ার মা’ সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সীসহ আরও অনেকে।