আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

 বিদ্যুস্পৃষ্ট হয়ে নীলফামারীতে আওয়ামীলীগ নেতা নিহত

শনিবার, ৫ মার্চ ২০২২, বিকাল ০৬:৩৮

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী (৫২) নিহত হয়েছে। আজ শনিবার(৫ মার্চ) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর মৌলভিপাড়া এলাকাস্থ নিজ লেবু বাগানে এই দুর্ঘটনা ঘটে। তিনি সেখানকার মৃত. মনসুর আলীর ছেলে। 
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। 
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে বাড়ির পাশ^বর্তি নিজ লেবু বাগানে যান ইউনুস আলী। বাগানের মধ্যস্থানে বৈদ্যুতিক পোলের পড়ে থাকা তারে বিদ্যুতায়িন হন তিনি। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি একই ইউনিয়নের মেলাবর এলাকার ইউসুফিয়া দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। 
ঘটনার পর নিহতের বাড়িতে সমবেদনা জানাতে যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট প্রমুখ।

মন্তব্য করুন


Link copied