আর্কাইভ  শনিবার ● ৫ জুলাই ২০২৫ ● ২১ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৫ জুলাই ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের ‘আইডিয়া প্রতিযোগিতা’

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের ‘আইডিয়া প্রতিযোগিতা’

শিল্পী দেবাশিস চক্রবর্তীর তুলিতে ফুটে উঠবে জুলাইয়ের অনিবার্যতা: উপদেষ্টা আসিফ মাহমুদ

শিল্পী দেবাশিস চক্রবর্তীর তুলিতে ফুটে উঠবে জুলাইয়ের অনিবার্যতা: উপদেষ্টা আসিফ মাহমুদ

জুলাই যোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের ভুয়া ভিডিও শনাক্ত: বাংলাফ্যাক্ট

জুলাই যোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের ভুয়া ভিডিও শনাক্ত: বাংলাফ্যাক্ট

গণঅভ্যুত্থানে হত্যা ও হামলার বিচার চাইলেন জুলাই যোদ্ধারা

গণঅভ্যুত্থানে হত্যা ও হামলার বিচার চাইলেন জুলাই যোদ্ধারা

অভ্যুত্থানের ৬ মাস পরেও তথ্য বাতায়ন থেকে সরানো হয়নি হাসিনার ছবি

সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:১৬

Ad

নিউজ ডেস্ক ;  ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ৬ মাস পরেও বরগুনার তালতলী উপজেলা প্রকৌশলী ও মৎস্য দপ্তরের তথ্য বাতায়নে দেখা যাচ্ছে শেখ হাসিনার জনসমাবেশের হাসিমাখা ছবি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি-জামায়াতসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রকৌশলী দপ্তরের তথ্য বাতায়নের ওয়েবসাইটে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার ছবি দেখা গেছে।

জানা যায়, গত ৫ আগস্টের পর সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার ছবিসহ আওয়ামী আমলের সব ছবি সরানো হয়েছে।

তবে উপজেলা মৎস্য অফিসার ও এলজিইডির উপজেলা প্রকৌশলী’র নিয়ন্ত্রণে থাকা জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইটের কভার ফটোতে বহাল আছে শেখ হাসিনার জনসমাবেশের হাসিমাখা ছবি। এদিকে উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেনের নিজস্ব ফেসবুক প্রফাইলেও শেখ মুজিব ও শেখ হাসিনার বিভিন্ন ছবি রয়েছে।

এদিকে চলতি বছরের ১২ জানুয়ারি তথ্য বাতায়নের ওয়েবসাইট আপডেট করার জন্য একটি কমিটি করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। ওই কমিটিতে উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করা হয়।

তার দাবি, তথ্য বাতায়নের ওয়েবসাইটের খোঁজখবর নেওয়া হয় না।

তালতলী উপজেলা বিএনপি ও জামায়াতের একাধিক নেতা বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হলেও প্রশাসন ও বিভিন্ন দপ্তরে তাদের রেখে যাওয়া দোসরদের এখনো সরানো সম্ভব হয়নি। এই কারণে বিভিন্ন সরকারি দপ্তরে তাদের রেখে যাওয়া দোসররা এখনো টিকে আছে।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ওয়েবসাইটের তথ্য বাতায়ন খোঁজ নেওয়া হয়নি বলে স্বীকার করলেও জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বিষয়টি সাংবাদিকদের এড়িয়ে যেতে বলেন।

তিনি বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তথ্য বাতায়নে লক্ষ করেনি। জানতে পেরে আজকেই (সোমবার) ওয়েবসাইট থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয়েছে।

উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসের বলেন, ওয়েবসাইটের তথ্য বাতায়নে খোঁজ নেওয়া হয়নি। এ ছাড়া সরকারিভাবে ওইসব ছবি সরিয়ে ফেলার জন্য কোনো সিদ্ধান্ত আসেনি। তার ব্যক্তিগত ফেসবুক প্রফাইলে এখনো শেখ হাসিনা ও শেখ মুজিবর রহমানের ছবি রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো সরকার পতনের আগের ছবি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, চলতি বছরের ১২ জানুয়ারি উপজেলার সব দপ্তরকে তথ্য বাতায়নসহ অফিস ওয়েবসাইট থেকে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না এমন ছবি সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে। উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে একটি কমিটিও করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied