আর্কাইভ  বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪ ● ২৩ কার্তিক ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪
 
 width=
 


 

 

বড় ব্যবধানে ঐতিহাসিক জয় ট্রাম্পের, উচ্ছ্বসিত জনতা

বড় ব্যবধানে ঐতিহাসিক জয় ট্রাম্পের, উচ্ছ্বসিত জনতা

লালে রঙিন যুক্তরাষ্ট্র : ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

লালে রঙিন যুক্তরাষ্ট্র : ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পকে মোদির অভিনন্দন

ট্রাম্পকে মোদির অভিনন্দন

বিজয়ী ভাষণে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

বিজয়ী ভাষণে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

 
 width=
 
শিরোনাম: অনলাইনে জুয়ার ফাঁদ বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে       নতুন ইসি গঠনে ৫ জনের নাম দিলো বিএনপি       ঢাবির হলগেটে ছাত্রদলের পোস্টার, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ       সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ       রাষ্ট্রপতিকে না হটানো পর্যন্ত আন্দোলন চলবে : সারজিস      

 

অসুস্থ সাবেক এমপি দবিরুলকে কারাগার থেকে নেওয়া হলো হাসপাতালে

শনিবার, ১২ অক্টোবর ২০২৪, বিকাল ০৫:১৬

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামকে দিনাজপুর কারাগার থেকে বিএসএমএমইউ'তে (পিজি হাসপাতালে) ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে দিনাজপুর কারাগারে সাবেক এই এমপি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠায় কারা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কারাগারের জেল সুপার মতিয়ার রহমান।

তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য ঢাকার কাশিমপুর কারাগারে আমরা পাঠিয়েছি। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পিজি হাসপাতালে ভর্তি করেছেন। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে সাবেক এমপি দবিরুল ইসলামের নাতি সিয়াম মুঠোফোনে শুক্রবার সন্ধ্যায় জানান, নানাকে সকালে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। আমিসহ বেশ কয়েকজন দেখা করতে এসেছি। তবে সন্ধ্যা হলেও তার সাথে দেখা করার সুযোগ হয়নি। নিরাপত্তার দায়িত্বে থাকা কারা পুলিশ সদস্যদের সাথে কথা হয়েছে, তারা বলছেন চিকিৎসা চলছে।

 

পরিবারের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, সাবেক এমপি দবিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। কয়েক বছর ধরে দেশের বাইরের চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। এর ফলে তিনি গত দ্বাদশ সংসদে নির্বাচনে অংশ না নিয়ে তার ছেলে মাজহারুল ইসলাম সুজনকে আসনটি ছেড়ে দেন।

গত ০৩ অক্টোবর গভীর রাতে চাঁদাবাজির একটি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে সদর উপজেলার রুহিয়া এলাকার আ.লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে গ্রেপ্তার করে রুহিয়া থানা পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুন।

আসামীপক্ষের আইনজীবি এ্যাড. আবু হাসনাত বাবু বলেন, গত বৃহস্পতিবার(১০ অক্টোবর) সাবেক এমপি’র জামিন ও রিমান্ড শুনানির দিন ধার্য্য ছিল। দুর্গাপূজার ছুটির কারণে তারিখ পেছানো হয়েছে। আদালত খুলেল বলা যাবে পরবর্তী ধার্য তারিখ।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দিনাজপুর কারাগারে রয়েছেন সাবেক এমপি দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজনও। সাবেক এমপি দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাত বার এমপি হন।

মন্তব্য করুন


 

Link copied