আর্কাইভ  রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫ ● ৩০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

রাজনীতি এখন ভোটের মাঠে

► ঘরে ঘরে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
► গ্রাম থেকে শহরে চলছে সভাসমাবেশ মিছিল
রাজনীতি এখন ভোটের মাঠে

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

দেশের কল্যাণে ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

দেশের কল্যাণে ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

আপনার ভালোবাসা একতরফা নয় তো? জানুন ৫ লক্ষণে

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, দুপুর ১১:০৭

Advertisement

ডেস্ক: দুজন দুজনকে ভালোবাসলে তার চেয়ে স্বস্তি ও আনন্দের আর কী হতে পারে। কিন্তু একতরফা ভালোবাসা একটু জটিল, সঙ্গীকে অন্ধভাবে ভালোবেসে যাওয়া আর নিজেকে বোঝানো, সব তো ঠিকঠাকই চলছে। কিন্তু আপনার বোঝা উচিত নিঃস্বার্থ ও একতরফা ভালোবাসার মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের ভালোবাসায় হতাশা গ্রাস করে, মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে।

আপনার ভালোবাসা কেমন, তা সম্পর্কে আপনি নিশ্চিত? যদি আপনার মনে হয় ভালোবাসা একতরফা, তাহলে নিশ্চিত হতে কয়েকটি লক্ষণ জেনে নিতে পারেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণের জীবনধারাবিষয়ক এক প্রতিবেদনে পাঁচ লক্ষণের কথা বলা হয়েছে। চলুন, চোখ বুলিয়ে নিই—

আপনিই শুধু যোগাযোগ রক্ষা করেন

সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ নিয়ামক। সপ্তাহজুড়ে আপনি সঙ্গীকে টেক্সট মেসেজ, ফোন কল এবং সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছেন। এর মানে দাঁড়াচ্ছে, আপনি একতরফা তার জন্য সবকিছু করছেন। যোগাযোগের ক্ষেত্রে যদি সর্বদাই আপনি প্রথম ব্যক্তি হন, তবে বুঝবেন সঙ্গী আপনাকে সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে না।

আপনিই সঙ্গীর পক্ষ হয়ে বলছেন

পক্ষাবলম্বন করা ভালো, কিন্তু সব সময় নয়। কিন্তু যদি আপনি বন্ধু-বান্ধব, পরিবার বা কর্মক্ষেত্র সবখানে দিনের পর দিন সঙ্গীর চালচলনের পক্ষ নিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে, অন্যরা যা দেখছে তা আপনার চোখে পড়ছে না। সঙ্গীর সুনাম যাতে নষ্ট না হয়, সে জন্য সর্বদা আপনি দায়িত্ব নিয়ে কথা বলছেন, তাকে সর্বদা সুখী করার চেষ্টা করছেন। এটা শুধু মানসিক চাপেরই নয়, বিরক্তিকরও বটে।

আপনিই শুধু ক্ষমা চাইছেন

সব সময় কি আপনিই ক্ষমা চান, এমনকি আপনার কোনও ভুল না থাকলেও? তাহলে এটা একতরফা ভালোবাসার অন্যতম বড় লক্ষণ। আপনার ভালোবাসা যদি একতরফা হয়, তাহলে আপনার খারাপ লাগল কি লাগল না, তাতে সঙ্গীর কিছু এসে যায় না।

আপনিই শুধু যত্নবান

আপনার ভালোবাসা যদি একতরফা হয়, তাহলে সঙ্গী আপনার সুখ-দুঃখ বা খোঁজখবর কদাচিৎ নেবে। আপনি কোনও সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন কি না, সে খবর নেবে না বা আপনার প্রতি যত্নবান হবে না। আপনার মনে হবে, সঙ্গী আপনার প্রতি যত্নবান নয়। এটা সত্যিই এমন ভার, যা বহন করা কঠিন।

আপনি চাপে থাকেন

সম্পর্ক কখনও নিখুঁত হয় না। প্রতিদিন হাজারও সমস্যার উদ্ভব হয়, আবার তা যুগলেরা কাটিয়ে ওঠে। যদি সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলো দূর করতে সে আগ্রহী না হয়, এর পরিবর্তে পলায়নপর হয়, তবে বুঝতে হবে আপনার ভালোবাসা একতরফা। আপনি অবিরত সম্পর্ক নিয়ে ভাবছেন; এ-ও ভাবছেন ভুলটা বুঝি আপনারই।

মন্তব্য করুন


Link copied