আর্কাইভ  বুধবার ● ৩০ জুলাই ২০২৫ ● ১৫ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৩০ জুলাই ২০২৫

আবু সাঈদের ছবি দিয়ে অশালীন পোস্ট, নেত্রকোনায় যুবক আটক

শনিবার, ২৮ জুন ২০২৫, দুপুর ০১:০১

Advertisement

নিউজ ডেস্ক:  জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে ফেসবুকে অশালীন মন্তব্য করায় নেত্রকোনার কেন্দুয়া থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মো. সুমন আহম্মেদ (১৮) কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সান্দিকোণা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৮ জুন) কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় সুমনকে নিজ গ্রাম থেকে আটক করে কেন্দুয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন শহীদ আবু সাঈদের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাতে অশালীন মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ইমোজি ব্যবহার করেন। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানার পর পুলিশ তাকে আটক করে।

ওই পোস্টের প্রতিবাদে শুক্রবার রাতেই কেন্দুয়া শহরে বিক্ষোভ মিছিল বের করে ‘জুলাই যোদ্ধারা’। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহীদ আবু সাঈদকে অসম্মান করার ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শহীদের ছবি নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যকে তারা দেশের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন


Link copied