মমিনুল ইসলাম রিপন: কনকনে শীতের তীব্রতায় যখন অসহায় মানুষের কষ্ট বাড়ছে, ঠিক তখনই মানবিক হাত বাড়িয়ে দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), আরপিএমপি রংপুর।
শনিবার (২১ ডিসেম্বর) রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে রংপুর মহানগরীর দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপস্থিত ছিলেন— রংপুর মেট্রোপলিটন পুলিশের পুনাক সভানেত্রী মাহমুদা হোসেন, সাধারণ সম্পাদক সায়মা আকতার তানিয়া, কোষাধ্যক্ষ শর্মিষ্ঠা মুকুটমণি চক্রবর্তী, আইন সহায়তা বিষয়ক সম্পাদিকা মহসিনা আকতার,
উৎপাদন ও দপ্তর সম্পাদিকা (প্রশাসন) নিয়তী রায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) নাসরিন আক্তার।
শীতবস্ত্র বিতরণকালে পুনাক সভানেত্রী মাহমুদা হোসেন বলেন, “একটু সহানুভূতি, একটু ভালোবাসা—শীতার্ত মানুষের মুখে এনে দিতে পারে উষ্ণ হাসি। পুনাক বিশ্বাস করে, মানবতার সেবাই শ্রেষ্ঠ সেবা।”
শীতবস্ত্র পেয়ে উপস্থিত দুস্থ ও অসহায় মানুষ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে তারা পুনাক এবং আরপিএমপি, রংপুর শাখার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মানবিক এ উদ্যোগ শহরের অসহায় মানুষের হৃদয়ে এনে দিয়েছে উষ্ণতার ছোঁয়া।