আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
চীনের পথে এনসিপির ৮ নেতা

চীনের পথে এনসিপির ৮ নেতা

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

একটি দল ওয়াকআউটের যাত্রা করছে: বিএনপিকে নাসীরুদ্দীন পাটওয়ারী

সোমবার, ২৮ জুলাই ২০২৫, রাত ১০:৫০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না। আহতদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না।

তিনি আরও বলেন, খুনি হাসিনা যখন আন্দোলনের মাঠে আমাদের ওপর গুলি করেছিল, তখন আমরা কি ওয়াকআউট করেছিলাম? আমাদের ভাইয়েরা যখন আহত হয়েছিল, তারা কি তখন যুবলীগ ও ছাত্রলীগের মধ্য থেকে ওয়াকআউট করেছিল? কিন্তু যখন শহীদদের রক্ত আর আহতদের অঙ্গহানির ওপর দাঁড়িয়ে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা করতে যাচ্ছি, যখনই আহত ও শহীদদের স্বপ্ন রচনা করতে যাচ্ছি; সেখানে দেখতে পারছি, একটি দল (বিএনপি) ওয়াকআউট করার যাত্রা করছে। আপনারা আজকে ওয়াকআউট করেছেন, ফিরে এসেছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি।

সোমবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে ‌‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে গণজমায়েতে দেওয়া বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও দুদকসহ পিএসসি নিরপেক্ষতার জন্য সাংবিধানিক কমিটি করতে হবে। এনসিপি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত প্রত্যাশা করে। এসব প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের প্রয়োজন।

এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিনের সভপাতিত্বে আরও বক্তব্য রাখেন ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, নাহিদ সারোয়ার, আরিফুল ইসলাম আরিফ, শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান আসাদ, ডা. জাহিদুল ইসলাম, আশিকিন আলম রাজন, আবুল বাশার, তানহা সামান্তা প্রমুখ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী এটিএম মাহাবুবুল আলম, সদস্য আশিকুর রহমান, তারিক হোসেন প্রমুখ।

মন্তব্য করুন


Link copied