আর্কাইভ  শনিবার ● ১২ জুলাই ২০২৫ ● ২৮ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১২ জুলাই ২০২৫
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

ফিরে দেখা জুলাই বিপ্লব
‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

ফিরে দেখা জুলাই বিপ্লব
সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

এনসিপির নীলফামারী জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শনিবার, ২৮ জুন ২০২৫, রাত ০৯:১২

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারী জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকালে জেলা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে এই আনুষ্ঠানিকভাবে ২২ সদস্যের কমিটির পরিচিতি তুলে ধরা হয়।  
কমিটির জেলা সমন্বয় মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সমন্বয়কারী মোহাইমেনুর রহমান সানা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য রাসেদুজ্জামান রাসেদ, অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, মো. আখতারুজ্জামান খান ও কিশোরীগঞ্জ উপজেলা এনসিপির সদস্য আব্দুল কাইয়ুম।
এ সময় বক্তারা দেশ গড়ায় নতুন প্রত্যয়ে নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথা উল্লেখ করে বলেন এ দেশে আর কোন ফ্যাসিষ্টর স্থান হবে না। 
পরিচিতি সভার  সভাপতি  জেলা সমন্বয় মোহাম্মদ আব্দুল মজিদ তার বক্তব্যের সময় কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরে বলেন, এর বাহিরে এনসিপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। 
এসময় তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, কমিটি নিয়ে অনেকে গুজব ছড়িয়েছেন। সে দিকে কান না দেয়ার অনুরোধ করে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ, পেশাজীবি এবং সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন মজিদ। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে উপজেলা ও জেলা কমিটি গঠন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আব্দুল মজিদ আরো বলেন, দেশে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। যার কারনে আজ এনসিপি আত্মপ্রকাশ করেছে। তিনি  দৃঢ়কন্ঠে বলেন, দেশের মানুষের যে ৫টি মৌলিক অধিকার রয়েছে তা এতোদিন ঠিল না। আগামীতে  এনসিপি এই অধিকার  প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।  আগামী নির্বাচনের জন্য এনসিপি তৈরী হয়েছে। ইনশাল্লাহ দেশের জনগনের ভোটের রায় নিয়ে এনসিপি সরকার গঠন করতে সক্ষম হবে। 
উল্লেখ যে, গত ২০ জুন রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বারে ওই কমিটি ঘোষণা করা হয়। ২২ সদস্যের কমিটিতে জেলা সমন্বয় মোহাম্মদ আব্দুল মজিদ, শাহ আজিজুর রহমান ও মোহাইমেনুর রহমান সানাকে যুগ্ম সমন্বয়কারী করে আগামী তিন মাস অথবা আহবায়ক কমিটি গঠন হওয়ার পূর্ব পর্যন্ত ওই কমিটি অনুমোদন প্রদান করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, মো. আখতারুজ্জামান, মো. সামসুল হক শাহ, মজিবুল হোসেন, রাসেদুজ্জামান রাসেদ, মো. মাসুম হোসেন, মো. আল আমিন, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, আরিফুজ্জামান আরিফ, আব্দুর রহিম, জুয়েল চন্দ্র রায়, সাহাদাত হোসেন সাজু, রুবেল হোসেন, আজাহারুল ইসলাম রাজা, আব্দুস সালাম, শরীফুজ্জামান শরীফ, মশিউর রহমান জাদু, হযরত আলী, মো. আবু হামজালা। 

মন্তব্য করুন


Link copied