কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশায় সড়কে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) সকালে ভুরুঙ্গামারীর বঙসোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুলের ছেলে বিপ্লব (২৫)।
স্থানীয়রা জানায়, গত সপ্তাহেও একই স্থানে ঘন কুয়াশার কারণে একজন নিহত ও একজন আহত হন। কুয়াশা বেশি থাকলে ওই জায়গায় কিছু দেখা যায় না। সকালে বিপ্লব হাসান ও তার বাবা ভুরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে আসার সময় পাটেশ্বরী এলাকার এই জায়গায় ভুরুঙ্গামারীগামী একটি নসিমনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যান।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’