আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭

রংপুরে ৩৪ গ্রামের বিশ হাজার পরিবার পানিবন্দি

রংপুরে ৩৪ গ্রামের বিশ হাজার পরিবার পানিবন্দি

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থী

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থী

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থী

সোমবার, ৬ অক্টোবর ২০২৫, বিকাল ০৫:২৩

Advertisement

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া পাঁচ শতাধিক সাধারাণ শিক্ষার্থী জাতীয়বাদী ছাত্রদলে যোগদান করেছেন।
 
সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
যোগদান অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা ছাত্র দলের আহবায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান সহ আরও অনেকে।
 
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী ছাত্রদলে যোগদান করেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির নেতৃবৃন্দরা।
 
ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে তরুণ প্রজন্ম গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত।
 
তিনি আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা আজ তোমাদের হাতে শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে।

মন্তব্য করুন


Link copied