আর্কাইভ  শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫ ● ২২ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫
স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম

নিত্যপণ্যের চড়া দাম
স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি

♦ অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে
♦ জিরো টলারেন্স নীতি দলীয় হাইকমান্ডের
শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি

খাদের কিনারে পর্যটন খাত

খাদের কিনারে পর্যটন খাত

ছাত্র আন্দোলনে হামলা ও জমিদখল মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ০৪:১০

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ও বুড়িতিস্তা কুঠিরডাঙ্গা এলাকার জমি দখলের পৃথক মামলায় নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রাজধানীর ডিবি (গোয়েন্দা পুলিশ)।

সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে নীলফামারীর ডিমলা থানায় বুড়িতিস্তা কুটিরডাঙ্গা জমিদখল ও জলঢাকা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার পৃথক মামলা রয়েছে বলে নীলফামারীর পুলিশ সূত্রে জানা গেছে। 

শুক্রবার(৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘জুলাই আন্দোলনে’ নেতৃত্ব দিয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানায় পাভেলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন।

এদিকে নীলফামারীর ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, ডিমলা উপজেলার কুটিরডাঙ্গা এলাকায় জোরপূর্বক ভূমি দখল করে বালু উত্তোলন, চাঁদাবাজি ও হামলা করে হত্যাচেষ্টা এবং নিরীহ কৃষকদের আহত করার ঘটনা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল দুই নম্বর আসামী। এই মামলার প্রধান আসামী নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে ইতোপূর্বে গ্রেপ্তার করা হয়েছে।

ওসিরা জানান, সাদ্দাম হোসেন পাভেলকে দুইটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য যে, গত বছরের(২০২৪) ৮ অক্টোবর নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জলঢাকা পৌরসভার দক্ষিণ কাজিরহাট হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ইয়াছিন আলী মামলার আবেদন করলে বিচারক এটি আমলে নিয়ে জলঢাকা থানার ওসিকে এফআইআর দাখিলের নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট দুপুরে জলঢাকা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জলঢাকা পেট্রলপাম্প এলাকায় পৌঁছালে সাবেক দুই সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল ও অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, আওয়ামী লীগ নেতা নাসিব সাদিক নোভা ও এনামুল হকের নেতৃত্বে আওয়ামীলীগের সন্ত্রাস বাহিনী লাঠি, ছোরা, চাইনিজ কুড়াল ইত্যাদি অস্ত্র নিয়ে হামলা করে। এতে মামলার বাদী ইয়াসিন আলীকে হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় ও হাতে গুরুতর জখম করে। পরে স্থানীয় জনগণ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মাথায় ৬টি ও পায়ে ৮টি সেলাই দেওয়া হয়।

অপরদিকে ওই বছরের ১৯ সেপ্টেম্বর ডিমলা উপজেলার কুঠিরডাঙ্গা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে কৃষক আনিছুর রহমান (৪০) বাদী হয়ে নীলফামারীর ডিমলা আমলি আদালতের বিচারক আশিকুর রহমানের আদালতে হাজির হলে বিচারক মামলাটি ডিমলা থানার ওসিকে এফআইআর দাখিলের নিদের্শন দেন। ওই মামলার আসামী হলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচএম ফিরোজ সরকারসহ নামীয় ৭৪ জন এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জন। এজারে উল্লেখ করা হয়, আসামিরা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মী। তাদের একটি সন্ত্রাসী টিম রয়েছে যার নাম আগুন খাওয়া। বাদী মামলায় বলেন, আসামিরা ২০১১ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বাদীসহ এলাকার কৃষকদের প্রায় ৩০ একর জমি জোরপূর্বক দখল করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বাধা দিতে গেলে জমির মালিকদের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টায় আহত করে। এমনকি এলাকার হাটবাজার বাসাবাড়িতে হুমকি দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজি করে আসে। তাদের ভয়ে এতদিন কেউ আইনের আশ্রয় নিতে ব্যর্থ হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় বাদীসহ নিরীহ কৃষকরা তাদের প্রাপ্ত জমি ও ক্ষতিপূরণ ফিরে পেতে এবং আসামিদের বিচারের দাবিতে এ মামলা করেছেন।  

মন্তব্য করুন


Link copied